গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •
টেকনাফ থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ ফের দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
অভিযানের তথ্যটি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) হাফিজুর রহমান জানান গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে এসআই যায়েদ হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল ২৮ এপ্রিল (বুধবার) দিবাগত ভোর রাত সাড়ে তিনটার দিকে হ্নীলা সিকদার পাড়া এলাকায় অভিযান চালিয়ে সন্দেহজনক দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। এরপর তাদের দেহ তল্লাশী করে ২০০পিচ ইয়াবা পাওয়া যায়।
আটক মাদক ব্যবসায়ীরা হচ্ছে হোয়াইক্যং লম্বাবিল এলাকার নুরুল ইসলাম’র পুত্র মো. তারেক (১৯), নুর হোসেন’র পুত্র মো. আব্দুল্লাহ (২৩)।
তিনি আরো বলেন, আটক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে পরবর্তী কার্যক্রম শেষ করার জন্য আদালতে প্রেরন করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-