এম.এ আজিজ রাসেল •
মুজিব শতবর্ষ ও করোনা মহামারীর ক্রান্তিকালে দুস্থ ও হতদরিদ্র মানুষের জন্য কাজ করছেন কক্সবাজার বিমান বাহিনী শেখ হাসিনা ঘাঁটি কতৃর্পক্ষ। ইতোমধ্যে মানবিক দায়িত্ববোধের অংশ হিসেবে বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি বিনামূল্যে চিকিৎসা সেবা, ত্রাণ বিতরণসহ নানা মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছে।
তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে দুস্থ ও হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন কক্সবাজার বিমান বাহিনী শেখ হাসিনা ঘাঁটি’র এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ শাফকাত আলী, ওএসপি, বিএসপি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, জিডি(পি)।
এসময় তিনি বলেন, বিশ^ এখন ক্রান্তিকাল পার করছে। করোনা প্রতিরোধে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। তবে চলমান লকডাউনের কারণে মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাই কর্মহীন হওয়া অসহায় এসব মানুষের জন্য বিভিন্ন মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিমান বাহিনী শেখ হাসিনা ঘাঁটি।
এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান বাংলাদেশ বিমানবাহিনী শেখ হাসিনা ঘাঁটির দায়িত্বরত কর্মকর্তারা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-