টেকনাফের বিজিবি দেখে ৪০ হাজার পিস ইয়াবা ফেলে পালালো পাচারকারীরা

টেকনাফ প্রতিনিধি •

বর্ডার গার্ড বাংলাদেশ ২ বিজিবির জওয়ানরা টেকনাফের হ্নীলা ও হোয়াইক্যং সীমান্তের পৃথক অভিযানে পাচারকারীরা বিজিবিকে দেখে ৪০ হাজার পিস ইয়াবা বড়ি ফেলে পালালো।

দুইটি ঘটনায় বিজিবির সদস্যরা কাউকে আটক করতে সক্ষম হয়নি।

অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

তিনি জানান, ২৬ এপ্রিল ভোর সাড়ে ৪ টায় হ্নীলা বিওপির বিশেষ টহল দল হ্নীলা কাস্টমস ঘাটের উত্তর পার্শে সন্দেহভাজন ২ ব্যক্তিকে পুটলাসহ দেখতে পেয়ে দাড়ানোর জন্য চ্যালেঞ্জ করে।

এসময় চোরাকারবারীরা ব্যাগটি ফেলে অন্ধকারের সুযোগে গ্রামের ভেতর দিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৩০ হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া যায়।

অপরদিকে, গত ২৫ এপ্রিল রাত ৮ টায় ঝিমংখালী বিওপির বিজিবির জওয়ানেরা মাদক পাচারের সংবাদ পেয়ে ৬ নং স্লুইস গেইট এলাকায় কৌশলে অবস্থান নেন।

কিছুক্ষণ পর ২ ব্যক্তি একটি পুটলা নিয়ে আসতে দেখে বিজিবি জওয়ানেরা দাড়ানোর জন্য চ্যালেঞ্জ করলে তাদের হাতে থাকা পুটলাটি ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল ১০ হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া যায়।

তিনি জানান, উদ্ধার করা ইয়াবা বড়ি পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।

আরও খবর