ইমরান আল মাহমুদ •
কক্সবাজারের উখিয়ার অজপাড়াগাঁ হলদিয়া পালং ইউনিয়নের ২নং ওয়ার্ডের পাগলিরবিল। দুর্গম পথ পাড়ি দিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার এক বস্তা খাদ্য সামগ্রী নিয়ে ছুঁটে গেলেন ইউএনও নিজাম উদ্দিন আহমেদ।
৩৩৩ এ কল দিয়ে উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ’র হাত থেকে খাদ্য সামগ্রী পেয়ে খুশিতে আত্মহারা রহিম উদ্দিন(ছদ্মনাম)।
করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া রহিম উদ্দিনের মতো ৩৩৩ এ কল দিয়ে অভাবের কথা জানান রত্নাপালং তেলিপাড়ার করিম উদ্দিন(ছদ্মনাম)।
প্রতিবন্ধী করিমের(ছদ্মনাম) বাসায়ও এক বস্তা খাদ্য নিয়ে ছুঁটে গেলেন ইউএনও। প্রতিবন্ধী করিম বলেন,প্রধানমন্ত্রীর বিশেষ উপহার স্বরূপ খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী ও উখিয়া উপজেলা নির্বাহী অফিসারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি।
মানবিক ইউএনও নিজাম উদ্দিন আহমেদ বলেন, ৩৩৩ এ কল দিয়ে অভাবের কথা জানালে জেলা প্রশাসকের নির্দেশে প্রধানমন্ত্রী বিশেষ উপহার খাদ্য সামগ্রী তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। যারা লজ্জায় বলতে পারতেছে না তাদের বাড়িতে গিয়ে এসব খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-