এম ফেরদৌস, উখিয়া •
উখিয়ায় তরমুজ ব্যবসায়ীর সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষের সামর্থ্য ও নাগালের বাইরে চলে গেছে গরমের সুস্বাদু ফল তরমুজ।
এই গরমের মৌসমে পানীয় খাবারের বড়ই তৃষ্ণা তাছাড়া এখন চলচে মাহে রমজান, ইফতারের সময় তরমুজ পাওয়া এখন বড়ই কঠিন বেপার হয়ে দাড়িয়েছে।
বাজারে দেখা যায়, তরমুজ কম দামে পিস হিসেবে কিনে অধিক দাম দরে বিক্রি করছেন ব্যবসায়ীরা। প্রতি পিস তরমুজের দাম হাকাচ্ছে দিগুণ করে। এতে মধ্যবিত্ত ও নিম্ন শ্রেনীর মানুষেরা তরমুজ কিনে নিতে হিমসিম খাচ্ছে । একটি মাঝারি তরমুজ কিনতে হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকা করে বড়গুলো ৭০০/৮০০ করে যা সাধারণ মানুষের জন্য কিনে খাওয়াটা ভীষণ কষ্টসাধ্য।
তরমুজ কিনতে যাওয়া এক দিনমজুর বলেন, সারাদিন রোজা রেখে কাজ কর্ম করি ইফতারের সময় ঠান্ডা করে তরমুজ খাওয়ার ইচ্ছা ছিল।বাজারে গিয়ে দেখি একটা মাঝারি তরমুজ ৪০০ টাকারও বেশি। যা আমার এক দিনের মজুরি বাড়িতে চাল, ডাল, মাছ নিব নাকি তরমুজ নিব? তাই খালি হাতে বাড়িতে চলে যাচ্ছি।
উখিয়ার তরমুজ ব্যবসায়ি আব্দু সালাম বলেন, প্রতিটি তরমুজে আমরা ২০ থেকে ৩০ টা লাভ করি আসল সমস্যা গোড়ায়, তরমুজ চাষীরা বেশি দাম নিচ্চে ব্যবসায়িদের কাছ থেকে, তাই তরমুজের এত দাম। তাছাড়া এখন বাজারে তরমুজের সরবরাহ কম। তাই বেশি দামে তরমুজ বিক্রি করতে হচ্ছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-