বাড়লো লকডাউনের সময়!

অনলাইন ডেস্ক •

চলমান বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়িয়েছে সরকার। সোমবার (২৬ এপ্রিল) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানিয়েছেন। আগামী ২৮ এপ্রিল রাত ১২টার পর থেকে এ লকডাউন কার্যকর হবে।

এর আগে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ করা হয়। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে কাল এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

গত ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত প্রথম দফায় লকডাউন ঘোষণা করা হয়। পরে দ্বিতীয় দফায় এটি বাড়িয়ে ২৮ তারিখ পর্যন্ত করা হয়।

আরও খবর