কক্সবাজারে করোনায় প্রাণ গেলো নারীর

ডেস্ক রিপোর্ট •

কক্সবাজার জেলায় আরও জটিল হয়ে পড়ছে করোনা পরিস্থিতি। তারই ধারাবাহিকতায় করোনায় আক্রান্ত হয়ে আরো একজন মারা গেছেন। এর ফলে জেলায় করোনায় এখন পর্যন্ত সদর ও পৌরসভার ৫০ জনসহ মোট ৯৪ জন মারা গেলেন।

গত শনিবার (২৪ এপ্রিল) রাতে কক্সবাজার সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, করোনায় আক্রান্ত হয়ে কক্সবাজার সদর হাসপাতাল এক নারী মারা গেছেন। তিনি হলেন- কক্সবাজার পৌরসভার কালুর দোকন এলাকার মনোয়ারা বেগম(৫৫)।গত ১৯ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

জেলায় করোনায় এখন পর্যন্ত মোট ৯৪ জন মারা গেছেন। তার মধ্যে সর্বাধিক কক্সবাজার পৌরসভা ও সদর উপজেলাতেই ৫০ জনের মৃত্যূ হয়েছে। আক্রান্তের দিক দিয়েও এগিয়ে রয়েছে এ এলাকা।

উল্লেখ্য, দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে প্রথম পর্যায়ের থেকে করোনার দ্বিতীয় ঢেউ আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে ৷ এখনও পর্যন্ত দেশের কিছু জেলায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু আবার বেশ কিছু জেলায় বেলাগাম হয়ে গিয়েছে করোনা পরিস্থিতি ৷ এর জেরে স্বাভাবিক ভাবেই গোটা দেশে ফের একবার আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি হয়েছে ৷ করোনা ভাইরাসের সংক্রমন ভয়াবহ আকার ধারণ করছে কক্সবাজার জেলাতেও।

আরও খবর