উখিয়ায় ইয়াবা নিয়ে পুলিশের হাতে ধরা পড়লো কামাল

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •

উখিয়ায় পুলিশের অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (২৫ এপ্রিল) রাত ১টা ৫০ মিনিটের দিকে তাকে আটক করা হয়। আটককৃত যুবক তুতুরবিল এলাকার মৃত বশির আহাম্মদের পুত্র কামাল উদ্দিন

উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোরশেদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এসময় তার কাছে ২শ পিচ ইয়াবা এবং ইয়াবা বিক্রির ৪ হাজার ৫শ টাকা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ নেওয়া হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

আরও খবর