আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •
উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁ বাজার এলাকার বাসিন্দা ও প্রবীণ পল্লী চিকিৎসক ডা. জাকের হোসাইন (প্রকাশ ডা. জাগির হোসাইন) এর নামাযের জানাযা সম্পন্ন হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১১টায় রুমখাঁ পালং ইসলামীয়া আলিম মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
গত বুধবার (১৪ এপ্রিল) এর লো-প্রেসার এবং অক্সিজেন ফ্লু কম থাকায় কক্সবাজার সদর হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন ছিলেন।
২২ এপ্রিল (বৃহস্পতিবার) তার স্বাস্থ্যের অবস্থা আরও অবনতির দিকে যাচ্ছিল। এক পর্যায়ে তাকে লাইফ সাপোর্টে নিয়ে বাঁচিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা করলেও রবিবার রাত ১২টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এদিকে, পরিবারের সদস্যরা দেশবাসীর কাছে তার আত্মার মাগফিরাতের জন্য দোয়া চেয়েছেন। গরিবের ডাক্তার খ্যাত প্রবীণ এই চিকিৎসকের মৃত্যুতে এলাকার আলেম সমাজ ও মুসল্লিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
আল্লাহ তাআলা তাঁকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-