জাহেদ হাসান •
কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে পর্যটন জোনের জিয়া গেস্ট -ইন রোড়স্হ কক্স ভেলী কটেজ থেকে ৪ শত পিস ইয়াবাসহ কটেজের ম্যানেজারকে গ্রেপ্তার করেছে।
শনিবার (২৪ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক জীবন বড়ুয়ার নেতৃত্বে একটি বিশেষ টিম লাইট হাউজ পাড়ার জিয়া গেস্ট-ইন রোডস্থ কক্স ভেলী কটেজে অভিযান পরিচালনা করে কটেজটির ম্যানেজার পিএমখালীর ৪ নং ওয়ার্ডের মৃত কাশেম আলীর ছেলে নুরুল আলম (৫৫) কে ইয়াবাসহ গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে উপপরিদর্শক মোঃ কামরুজ্জামান বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছে বলে নিশ্চিত করেছেন সহকারী পরিচালক সোমেন মন্ডল।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-