উখিয়ায় ছাত্রলীগ নেতা রিদুয়ানের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি •

উখিয়ায় ছাত্রলীগ নেতা রিদুয়ান কামালের ব্যাক্তিগত উদ্যোগে রোজাদার, অসহায়, পথচারী ও হাসপাতালের আশেপাশে থাকা রোগীসহ তাদের গার্ডিয়ান্দের ইফতার বিতরণ করা হয়েছে।

শনিবার (২৪ এপ্রিল) ইফতারের ২ ঘন্টা আগমুহুর্তে উখিয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও কোর্টবাজারের বিভিন্ন স্টশনে রোজাদার পথচারীদের মাঝে এ ইফতার দেওয়া হয়।

এসময় রিদুয়ান কামালের নেতৃত্বে উপস্থিত ছিলেন রাজাপালং ইউনিয়ন ছাত্রলীগ কর্মী, রত্নাপালং ইউনিয়ন ছাত্রলীগ কর্মী,হলদিয়া পালং ইউনিয়ন ছাত্রলীগ কর্মীসহ বিভিন্ন ওয়ার্ড়ের ছাত্রলীগ কর্মীরা।

ছাত্রলীগ নেতা রিদুয়ান কামাল জানান, প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকার লকডাউন ঘোষণা করেছেন এই মুহুর্তে প্রতিটি মানুষের দায়িত্ব অসহায় হতদরিদ্রের পাশে দাঁড়ানো।

তারই ধারাবাহিকতায়, কক্সবাজার জেলার ছাত্রলীগের সফল সভাপতি এস এম সাদ্দাম হোসেন জেলাসহ প্রতিটি উপজেলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন তারই অংশ হিসাবে আজ কিছু রোজাদের মাঝে ইফতার দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং সামনে আরো বৃহৎ পরিকল্পনা নিয়ে সবাইর মাঝে হাজির হতে পারি মত সকলের নিকট দোয়া কামনা করছি।

আরও খবর