সাগরপাড়ে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ

চট্টগ্রাম •

চট্টগ্রামের আনোয়ারায় সাগরপাড়ে এক অজ্ঞাত ব্যক্তির লাশ ভাসতে দেখা গেছে। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধারে অভিযান চালাচ্ছে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টায় উপজেলার রায়পুর ইউনিয়নের ছত্তার মাঝিরঘাটে সাগর পাড়ে ভাসমান লাশটি দেখতে পান স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম দিদারুল ইসলাম সিকদার। তিনি বলেন, ভাসমান মরদেহ দেখার খবর পেয়ে পুলিশ দ্রুত উদ্ধার অভিযানে যায়। উদ্ধার প্রক্রিয়া এখনও চলমান রয়েছে।

আরও খবর