কক্সবাজারে দুস্থ-অসহায়দের জন্য প্রধানমন্ত্রীর ১ কোটি ৮৫ লাখ টাকা উপহার বরাদ্দ

এম.এ আজিজ রাসেল •

জেলায় দুস্থ— অসহায়দের জন্য প্রধানমন্ত্রীর উপহার ৯ কোটি ৭১ লাখ ২৭ হাজার ১৫০ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
পবিত্র রমজান ও আসন্ন ঈদ—উল—ফিতর উপলক্ষ্যে এই অর্থ বরাদ্দ দেয়া হয়। ইতোমধ্যে প্রাপ্ত অর্থ কক্সবাজারের পৌরসভা—উপজেলায় পর্যায়ে বিতরণ কারর জন্য প্রদান করা হয়েছে বলে বৃহস্পতিবার দুপুরে এই প্রতিবেদককে জানান জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান জাহিদ খান।
তিনি আরও জানান, পবিত্র রমজান ও আসন্ন ইদ—উল—ফিতর উপলক্ষ্যে কক্সবাজার জেলার সকল উপজেলা ও পৌরসভায় ১,৭৪,৭২৭টি ভিজিএফ কার্ডের বিপরীতে মোট নিয়মিত বরাদ্দে ১৫ হাজার ৪০৪ পরিবারকে ৭,৮৬,২৭,১৫০ টাকা এবং বিশেষ মানবিক সহায়তা বাবদ জেলার ৭১টি ইউনিয়ন ও ৪টি পৌরসভায় ১,৮৫,০০,০০০ টাকা উপ—বরাদ্দ প্রদান করা হয়।
নিয়মিত ও বিশেষ বরাদ্দ বাবদ সর্বমোট ৯ কোটি ৭১ লাখ ২৭ হাজার ১৫০ টাকা দুস্থ—অসহায়দের বিতরণ করা হবে।
জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, কোভিড—১৯ সংক্রমণ রোধকল্পে চলমান বিধি—নিষেধের জন্য কর্মহীন হয়ে পড়া গরিব—দুঃস্থ ব্যক্তিদের অগ্রাধিকার প্রদান করে পৌর মেয়রগণ ও ইউএনওদেরকে এই বরাদ্দের অর্থ বিধি—বিধান মেনে স্বাস্থ্যবিধি প্রতিপালনপূর্বক দ্রুত বিতরণের জন্য বলা হয়েছে।

আরও খবর