২ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠালো টেকনাফ বিজিবি

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর জলসীমানা দিয়ে ২জন রোহিঙ্গাকে নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

২১ এপ্রিল বুধবার সকালে নাফ নদীর নোয়াপাড়া বিএসপি পোস্ট পয়েন্ট দিয়ে ওই রোহিঙ্গাদের ফেরত পাঠানো হয়।

বিজিবি জানায়,২১ এপ্রিল সকাল ৭টা ৪০ মিনিটে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনস্থ নোয়াপাড়া বিশেষ ক্যাম্পের টহল দল ২ কিঃ মিঃ পূর্ব দক্ষিন দিকে ছুরিখাল নামক স্থান হতে সন্দেহভাজন ২ জন রোহিঙ্গা নাগরিক আটক করে।

আটকৃতরা মায়ানমারের রাখাইন রাজ্যের আকিয়াব জেলায় বুচিডং থানার ওয়ারিওং গ্রামের বদুজা (৬৫) এবং একই এলাকার মোঃ আয়েজ(১৬)।

পরে উক্ত রোহিঙ্গা নাগরিকদেরকে ব্যাটালিয়ান কতৃপক্ষের আদেশক্রমে ৮টায় নোয়াপাড়া বিএসপি পোস্ট স্হান দিয়ে মায়ানমারের অভ্যন্তরে ফেরত পাঠানো হয়।

আরও খবর