ডেস্ক রিপোর্ট •
নীলফামারীর ডোমার পৌরসভা ছোটরাউতা কাজিপাড়া গ্রামে নিজ ঘর থেকে মাদক সম্রাট মিজানুর রহমানের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাতে লাশটি উদ্ধার করা হয়। নিহত মিজানুর কাজিপাড়া গ্রামের রেয়াজুল ইসলাম ভাদুর ছেলে। তিনি চিহ্নিত মাদক ব্যবসায়ী ছিলেন।
ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, রাতে নিজ ঘরে মিজানুর রহমানের লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। বৃহস্পতিবার সকালে সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
ওসি আরো জানান, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে তদন্ত চলছে। তবে মিজানুর রহমানের বিরুদ্ধে ১৬টি ও তার স্ত্রী সহিদা বেগম রুপার বিরুদ্ধে ২০টি মাদক মামলা রয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-