মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ এনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুরুর বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। কক্সবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি মঈন উদ্দিন বাদী হয়ে বুধবার ২১ এপ্রিল মামলাটি দায়ের করেছেন।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মুনিরুল গিয়াস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করা হয়েছে। যার থানা মামলা নম্বর : ৪০/২০২১ ইংরেজি।
মামলার বাদী কক্সবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি মঈন উদ্দিন জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরু তার নিজস্ব ফেসবুক আইডি থেকে লাইভে এসে বলেছেন “যারা আওয়ামী লীগ করে, তারা কখনো মুসলমান হতে পারেনা।” নুরুল হক নুরুর এ বক্তব্য তিনি নিজে সহ আওয়ামী লীগের সকল নেতা-কর্মীর ধর্মীয় অনুভূতিতে মারাত্মক আঘাত হেনেছে। মামলার এভিড্যান্স হিসাবে নুরুল হক নুরুর এ ভিডিও ফুটেজটা মামলার সাথে দিয়েছেন- বলে জানান মামলার বাদী কক্সবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি মঈন উদ্দিন। এ ভিডিও ফুটেজটি যারা শেয়ার, মন্তব্য ও লাইক দিয়েছেন, তাদেরকেও তিনি মামলার অজ্ঞাত আসামী হিসাবে অন্তর্ভুক্ত রেখেছেন। বিস্তারিত তদন্ত করে তাদেরকে সুনির্দিষ্টভাবে মামলায় সম্পৃক্ত করা হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-