উখিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অকালে প্রাণ হারালো মিজান

এম ফেরদৌস, উখিয়া •

কক্সবাজার-টেকনাফ সড়কে মোটরসাইকেল- পিকআপ সংঘর্ষে মিজানুর রহমান (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

বুধবার (২১ এপ্রিল) বিকাল ৫ টার দিকে রাজাপালং ইউনিয়নের কুতুপালং হাঙ্গরঘোনার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান উখিয়া কুতুপালং পুর্বপাড়া এলাকার গফুর মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায় , মিজান চাকরির ডিউটি শেষে বন্ধুদের নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে উখিয়া সদরে যাওয়ার পথে তার গাড়ির সাথে মালবাহী এক মিনি পিকআপের সংঘর্ষ হয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে রোগীর অবস্থা আশংকাজনক দেখে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম রেফার করেন। চট্রগ্রাম মেডিকেলে পৌঁছে জরুরী বিভাগে নেওয়ার আগেই তার শেষ নিশ্বাস ত্যাগ করেন।

স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

আরও খবর