লকডাউনে ক্ষতিগ্রস্তদের জন্য ১০ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ

ডেস্ক রিপোর্ট •


করোনা ভাইরাসের কারণে চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্র, দুস্থ, ভাসমান এবং অসচ্ছল মানুষকে সহায়তার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১০ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

বুধবার (২১ এপ্রিল) জেলা প্রশাসনের মাধ্যমে এসব অর্থ সহায়তা দেওয়া হবে বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাসের কারণে চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্র, দুস্থ, ভাসমান এবং অসচ্ছল মানুষকে সহায়তার লক্ষে জেলা প্রশাসকগণের অনুকূলে ১০ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও খবর