কক্সবাজার জার্নাল প্রতিবেদক •
কক্সবাজারের উখিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক পাচারকারীকে আটক করেছে উখিয়া থানা পুলিশ।
আটককৃতরা হলেন, চট্টগ্রামের লোহাগড়ার আদর্শ পাড়া এলাকার আসহাব মিয়ার পুত্র মোহাম্মদ হোসাইন (২৮), ও চুনতি হাদুর পাড়া এলাকার আহমেদ হাকিমের পুত্র আবু হানিফ (২২), এবং মোঃ ইউসুফের ছেলে মোঃ আসিফ (১৯)।
জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল উখিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে তাদের আটক করা করেন।
তাদের আটকের সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, আটক মাদক পাচারকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় উখিয়া থানায় মামলা রুজু করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-