চট্টগ্রাম •
নগরীর পাহাড়লী চাউল বাজারের মেসার্স মাহি ট্রেডিং এ অভিযান চালিয়েছে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। প্রায় ৩০০ বস্তা সরকারি চাউল নিয়ে ১টি ট্রাক মেসার্স মাহি ট্রেডিং এর গোডাউন প্রবেশ করেছে, এমন অভিযোগের ভিত্তিতে নগর গোয়েন্দা পুলিশের এসি বন্দর আরাফাতের নেতৃত্বে সেখানে অভিযান চলছে।
গোডাউনে আরো প্রায় এক হাজার বস্তা সরকারি চাউল রয়েছে বলে জানা যায়। চাউলের বস্তায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং খাদ্য মন্ত্রণালয়ের সিল রয়েছে বলে জানায় নগর গোয়েন্দা পুলিশের এডিসি (পশ্চিম) হুমায়ুন করিব।
রাত ১টায় সর্ব শেষ খবর পাওয়া পর্যন্ত, সেখানে সেখানে অভিযান চলছে। অভিযান শেষে আজ বুধবার এ বিষয়ে পুলিশ বিস্তারিত জানাবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-