লামায় গৃহবধূর ‌‘আত্মহত্যা’, রহস্যের গন্ধ পাচ্ছে স্থানীয়রা

লামা প্রতিনিধি •


বান্দরবানের লামায় গলায় ফাঁস দিয়ে আলিফা বেগম (২৮) নামের এক গৃহবধূ ‘আত্মহত্যা’ করেছেন। নিহত আলিফা বেগম উপজেলার ফাইতং ইউনিয়নের খেদারবান পাড়ার মো. ফারুকের স্ত্রী।

মঙ্গলবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় নিজ বসতঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, নিহতের স্বামী ও মা-বাবা বলছে কোনো কারণ ছাড়া আলিফা বেগম ফাঁস লাগিয়ে মারা গেছে। তাদের কথাবার্তায় রহস্যের গন্ধ পাওয়া যাচ্ছে। কোনো কারণ ছাড়া একজন মানুষ আত্মহত্যা করতে পারে না।

নিহতে স্বামী মো. ফারুক বলেন, আমি গতরাত ৩টায় বাড়িতে এসে আলাদা রুমে ঘুমিয়ে পড়ি। সকালে আমার নানী শাশুড়ি কান্নাকাটিতে আমার ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে দেখি আমার স্ত্রী নিজের রুমে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে। পরে আমি ও পাশের এক মহিলা রশি কেটে তাকে ফাঁস থেকে নামিয়ে আনি। আমার সাথে তার কোনো ঝগড়া হয়নি। কি কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বুঝতে পারছি না।

নিহতের মা ফিরোজা পারভিন বলেন, আমাকে সকাল সাড়ে ১০টায় বাড়ির পার্শ্ববর্তী একজন ফোন করে মেয়ে আত্মহত্যা করেছে বলে জানায়। আমি বাড়িতে এসে মেয়ের লাশ দেখি। এমনি এমনি কি আমার মেয়ে আত্মহত্যা করেছে?

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।

আরও খবর