রাজু দাশ, চকরিয়া •
কক্সবাজারের চকরিয়ায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে অভিযান ৩০ হাজার ঘমফুট বালু জব্দ ৪টি শ্যালো মেশিন ও ১ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়েছে।
সোমবার (১৯ এপ্রিল) সকাল ১১টা থেকে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ।
জানা গেছে, প্রশাসনের নিষেধাজ্ঞার পরেও কিছু অসাধু ড্রেজার ব্যবসায়ী মাতামুহুরি নদীর পাশ্ববর্তী ফসলি জমিতে গভীর গর্ত করে বালু উত্তোলনের কাজ চালিয়ে আসছিল। এতে করে হুমকির মুখে পড়েছে ফসলি জমি। পাশাপাশি মেশিনের বিকট শব্দে অতিষ্ঠ হয়ে উঠছিল আশপাশের স্থানীয় মানুষের।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ বলেন, পৌরসভা ৯নং ওয়ার্ডের ভাঙ্গারমুখ এলাকার মাতামুহুরী নদীর ৪টি পয়েন্টে থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে এ অভিযান চালানো হয়। বিভিন্ন স্থানে ৪ টি শ্যালো মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিলো। এসময় ৪টি শ্যালো মেশিন পুড়িয়ে নষ্ট করে ফেলা করা হয়
তিনি আরো জানান, অভিযানের বিষয়টি টের পেয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়।এসময় উত্তোলনকৃত আনুমানিক ৩০হাজার ঘনফুট বালু ও ১হাজার ফুট পাইপ জব্দ করা হয়। অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। ###
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-