ডুলাহাজারা ইউনিয়ন আ.লীগের সভাপতি জামাল হোসাইনের ইন্তেকাল

মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:


চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি আলহাজ্ব জামাল হোসাইন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।

সোমবার (১৯ এপ্রিল) সকাল ৮টার দিকে ডুলাহাজারা উলুবনিয়া এলাকায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ওই এলাকার বাসিন্দা সাবেক চেয়ারম্যান মরহুম মফজল আহমেদের দ্বিতীয় সন্তান, সাবেক চেয়ারম্যান মরহুম কামাল হোছাইনের ছোটভাই ও লামা ফাঁসিয়াখালী ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি নুর হোসেন চৌধুরীর বড়ভাই।

মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন মরহুমের ছেলে ডুলাহাজারা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী কলিম উল্লাহ কলি।

তিনি জানান, রমজানের সেহেরি খেয়ে পিতা প্রতিবারের মতো মসজিদে ফজরের নামাজ আদায় করতে যান। সেখান থেকে বাড়ি ফিরে তিনি ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে ডাকতে গিয়ে দেখেন তিনি আর বেঁচে নেই।

মৃত্যুকালে ৫ পুত্র ও ৪ কন্যা সন্তানের জনক জামাল হোসাইনের বয়স ৬৫ বছর। একইদিন সোমবার পবিত্র আছর নামাজের পর ডুলাহাজারা উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।

এদিকে জামাল হোসাইনের মৃত্যুতে স্থানীয় ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। ওনার মৃত্যুতে জেলা ও উপজেলা পর্যায়ে অনেকে শোক বার্তা প্রচার করছে।

আরও খবর