আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •
কক্সবাজারের উখিয়ায় ৫ হাজার ইয়াবাস ও নগদ ১০ হাজার ৫শ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
১৮ এপ্রিল রাত পৌনে ১১টায় পালংখালী স্টেশন হতে তাকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ইউসুফ আলীন পুত্র মোহাম্মদ কাসেম(২৯)।
পুলিশ সূত্রে জানা যায়,১৮ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে রাত পৌনে ১১টায় অভিযান চালিয়ে পালংখালী স্টেশন থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
এ সময় তাদের দেহ তল্লাশী চালিয়ে ১৫ লক্ষ টাকা মূল্যের ৫ হাজার ইয়াবা ও ইয়াবা বিক্রির ১০ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-