মহেশখালীতে পুলিশের নিরাপত্তা জোরদার!

গাজী মোহাম্মদ আবু তাহের, মহেশখালী •

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে গ্রেফতারের পর মহেশখালীতে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

রোববার (১৮ এপ্রিল) দুপুরের পর থেকে দ্বীপ উপজেলা মহেশখালীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মহেশখালী থানার ওসি (তদন্ত) আশিক ইকবালের নেতৃত্বে পুলিশ সদস্যরা দায়িত্বপালন করছেন। এর আগে হেফাজতে ইসলামের তাণ্ডবের পর মহেশখালী থানা পুলিশ নিরাপত্তা জোরদার করেছে।

রোববার বিকেল তিনটা থেকে দ্বীপ উপজেলা মহেশখালীর প্রধান সড়কগুলোতে পুলিশ সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। মোটরসাইকেল, পিকআপভ্যানে করে পুলিশ সদস্যরা উপজেলা সদরে মহড়া দিচ্ছেন।

যদিও পুলিশের তরফ থেকে বলা হচ্ছে, লকডাউনের জন্যই এই পুলিশি মহড়া। তবে লকডাউনের গত দিনগুলোতে পুলিশের এমন মহড়া লক্ষ্য করা যায়নি।

পুলিশের মহড়া সম্পর্কে জানতে চাইলে,মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হাই বলেন, লকডাউন কার্যকরে আমাদের পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য চলমান কার্যক্রমেরই অংশ এই মহড়া। এটি ব্যতিক্রম কিছু না। যেকেনো অপ্রীতিকর ঘটনা কঠোর হস্তে দমন করা হবে।

আরও খবর