কক্সবাজারে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক •


পবিত্র রমজান কে সামনে রেখে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযানে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১৭ এপ্রিল) ভোক্তা অধিকারের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইমরান হোসাইনের নেতৃত্বে কক্সবাজারের রামু চৌমহুনি এলাকায় এ তদারকি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সার্বিক নিরাপত্তা প্রদান করেন রামু থানার এক দল চৌকস সদস্য।

অভিযানে মূল্য তালিকা না রাখা, পন্যের গায়ে উৎপাদন ও মেয়াদউত্তীর্নের তারিখ না থাকার অপরাধে চৌমহুনি এলাকার মধুবন কে ৩ হাজার টাকা, মূল্য তালিকা না রাখা, অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির অপরাধে মোহাম্মদিয়া স্টোর কে ২ হাজার টাকা, অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির অপরাধে হাজী স্টোর কে ১ হাজার টাকা, অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির অপরাধে হাকিম স্টোর কে ১ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

ইমরান হোসাইন জানান, অভিযান চলাকালীন চৌমহুনি এলাকার বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান পরিদর্শন করে ব্যবসায়িদের মাঝে ভোক্তা অধিকার আইন এবং করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি প্রতিপালন সম্পর্কে প্রচারনা করা হয়। এবং ব্যাবসায়িদের স্বাস্থ্যবিধি মেনে চলা, মূল্য বেশি না রাখা, অমুমোদনবিহীন পন্য বিক্রি না করার পরামর্শ দেওয়া হয়।

পরে অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট আমিল আল পারভেজ মহোদয়ের নেতৃত্বে সদর উপজেলার বড় বাজারে দ্রব্যমুল্যের ঊর্ধ্বগতি রোধে তদারকি অভিযান পরিচলনা করা হয়, এসময় মুদির দোকান, কাচামালের দোকান, ডিমের দোকান সহ বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানে তদারকি করা হয়।

জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের বাজার তদারকি অব্যাহত থাকবে বলেও জানান ভোক্তা অধিকারের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইমরান হোসাইন।

আরও খবর