নিজস্ব প্রতিবেদক •
উখিয়ায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন তৃতীয় দিন শুক্রবারেও ছিলো কড়াকড়ি লকডাউন।
তারই ধারাবাহিকতায় বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক পরিধান, সরকারি নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে জরিমানা করা হয়।
শুক্রবার (১৬ এপ্রিল) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৯ জনকে ৮ হাজার ৯শ টাকা জরিমানা করা হয়।
এ অভিযানের নেতৃত্বে ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিমুল এহসান খান।
এসময় অভিযানের সঙ্গীয় ফোর্স হিসেবে ছিলেন উখিয়া থানা পুলিশের টিম, সিপিপিতে কর্মরত কর্মীগণসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা।
এ বিষয়ে ইউএনও নিজামউদ্দিন আহমেদ জানান, সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে উপজেলার বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক পরিধান, সরকারি নিষেধাজ্ঞা ও বিধিবিধান প্রতিপালনে এ জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-