চকরিয়া প্রতিনিধি •
কক্সবাজারের চকরিয়ায় করোনায় আক্রান্ত হয়ে আবু কাইছার (৪০) নামের এক যুবক মারা গেছেন। শুক্রবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আবু কাইছার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের কালাগাজী সিকদার পাড়ার ওবাইদুল হকের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার শাহিন আব্দুর রহমান।
তিনি বলেন, আবু কাইছারের শরীরে করোনা উপসর্গ থাকায় নমুনা পরীক্ষা করান। এতে তার করোনা শনাক্ত হয়। এদিকে গত দুইদিন যাবত হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিল আবু কাইছার। আজ বেলা সাড়ে ১২টায় মারা যান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-