গফুর মিয়া চৌধুরী, উখিয়া :
কক্সবাজারের উখিয়া উপজেলা ছাত্রলীগের বহু আলোচিত সমালোচিত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
১৬ এপ্রিল জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক আবু মো: ফারুক আহমদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশেক্রমে কমিটি বাতিল করা হয়।
এদিকে ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করায় ছাত্রলীগের আর্দশিক কর্মীদের মাঝে স্বস্তি দেখা দিয়েছে। এই কমিটিকে নিয়ে দীর্ঘদিন ধরে উখিয়ার রাজনৈতিক মহলে নানা আলোচনা সমালোচনা চলে আসছিল। ছিল আধিপত্য বিস্তারসহ নানা বির্তক।
সভাপতি সম্পাদক ছিল দুইজন দুই মেরুতে। যৌথভাবে সাংগঠনিক কর্মসুচী পালন করতে ও দেখা যায়নি।
এতে করে উখিয়া উপজেলা ছাত্রলীগে দেখা দিয়ে ছিল স্হবিরতা। ফলে সাংগঠনিক দুর্বলতার কবলে পড়ে ক্ষতিগ্রস্হ হয়েছিল দল। অবশেষে সে প্রতিক্ষার অবসান হল বলে মনে করেন রাজনৈতিক বিজ্ঞ মহল।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-