রামুর মঞ্জুরুল মোটরসাইকেল করে ইয়াবা পাচার করতে গিয়ে লোহাগাড়ায় আটক

আলাউদ্দিন, লোহাগাড়া (চট্টগ্রাম) :

চট্টগ্রামের লোহাগাড়ায় মোটরসাইকেল যোগে ইয়াবা পাচার করার সময় ২ হাজার পিস ইয়াবাসহ মো: মঞ্জুরুল ইসলাম(৪২) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে থানা পুলিশ।

গতকাল ১৫ এপ্রিল (বৃহস্পতিবার) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মোটর সাইকেলে তল্লাশী চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত মো: মঞ্জুরুল ইসলাম (৪২) কক্সবাজারের রামু মাংলা পাড়া কালোর বাপের বাড়ির মৃত মো. ইসলাম মিয়ার ছেলে। এ সময় পাচার কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়েছে।

লোহাগাড়া থানার ওসি মো. জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদরর ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত মো: মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে শুক্রবার সকালে আদালতে সোপর্দ করা হয়।

আরও খবর