উখিয়ায় ৪ বছরের শিশুর লাশ উদ্ধার, পলাতক মা-বাবা

হামিম ফরহাদ সায়েম •

উখিয়ার হলদিয়া পালংয়ের পূর্ব মরিচ্যা কাঠালিয়া এলাকায় একটি ৪ বছরের শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার জুমার নামাজের পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে উখিয়া থানা পুলিশ এই লাশটি উদ্ধার করে।

নিহত শিশুর নাম সুমা আক্তার বলে জানা যায়। তার বাবা আকবর আলী ও মাতা বুলবুল আক্তার পলাতক অবস্থায় রয়েছে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, তারা এখানে একটি ভাড়া বাসায় থাকলেও প্রকৃতপক্ষে তারা আমিরাবাদের বাসিন্দা।

উদ্ধারকৃত নিহত শিশুর দেহে অসংখ্য আঘাতের চিহ্ন দেখা গেলেও কিভাবে মৃত্যু হয়েছে  তা নিশ্চিত হওয়া যায়নি।

উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে মরিচ্যা বাজারের পাশ্ববর্তী কাঠালিয়া এলাকা থেকে একটি শিশুর মৃতদেহ উদ্ধার করা হয় এ ঘটনায় মা-বাবা পলাতক থাকায় কাউকে আটক করা হয়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

এদিকে, স্থানীয়রা মর্মান্তিক এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলের উপযুক্ত শাস্তি দাবি করেন।

আরও খবর