চকরিয়ায় টমটম উল্টে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু

চকরিয়া প্রতিনিধি •

চকরিয়া-মহেশখালী সড়কের শাহারবিল ইউনিয়ন পরিষদ এলাকায় টমটম গাড়ী উল্টে রশিদ আহমদ (৬৬) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

১৬ এপ্রিল শুক্রবার দুপুর সোয়া ১টার সময় এ দুর্ঘটনা ঘটে। আবদুর রশিদ উপজেলার শাহারবিল ইউনিয়নের নয়াপাড়া এলাকার মৃত আবদুল কাদেরের পুত্র।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে একটি বেটারীচালিত টমটমে মরিচ ভর্তি করে চকরিয়া পৌরবাস টার্মিনাল সংলগ্ন পৌর কাচাঁ বাজারে যাওয়ার পথে শাহারবিল ইউনিয়ন পরিষদ এলাকায় পৌছলে টমটমটি উল্টে যায়। এসময় টমটমের একমাত্র যাত্রী রশিদ আহমদ টমটমের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায়।

শাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও খবর