ছাত্রলীগের উখিয়া উপজেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা

প্রেস বিজ্ঞপ্তি •

মেয়াদ উত্তীর্ণ এবং সাংগঠনিক স্থবিরতার কারণে বাংলাদেশ ছাত্রলীগ, উখিয়া উপজেলা শাখার কমিটি বিলুপ্ত ঘােষণা করা হয়েছে। একই সাথে দলীয় শৃঙ্খলা পরিপন্থি বিভিন্ন কর্মকান্ডে জড়িত থাকায় বিলুপ্ত কমিটির যুগ্ন-সাধারণ সম্পাদক আবছার উদ্দিন শান্তকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ছাত্রলীগের কক্সবাজার জেলা কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক মারুফ আদনান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি, সাধারণ সম্পাদক এর নির্দেশক্রমে
মেয়াদোত্তীর্ণ এবং সাংগঠনিক স্থবিরতার কারণে বাংলাদেশ ছাত্রলীগ, উখিয়া উপজেলা শাখার কমিটি বিলুপ্ত ঘােষণা করা হয়েছে।

একই সাথে দলীয় শৃঙ্খলা পরিপন্থি বিভিন্ন কর্মকান্ডে জড়িত থাকায় বিলুপ্ত কমিটির যুগ্ন-সাধারণ সম্পাদক আবছার উদ্দিন শান্ত কে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হল এবং তাকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে স্থায়ী বহিস্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য’র বরাবরে সুপারিশ করা হল।

আরও খবর