উখিয়ায় লকডাউনের দ্বিতীয় দিনে জরিমানা গুনল ২০ জন

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •

কক্সবাজারের উখিয়ায় সরকার নির্দেশিত যথাযথ স্বাস্থ্যবিধি না মানায় ১৬ মামলায় ২০ জনকে ২৪শ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল থেকেই সরকারি বিধিনিষেধ মেনে চলা, স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক পড়া নিশ্চিত করতে উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ ও সহকারী কমিশনার (ভূমি) আমিমুল এহসান খান মাঠে ছিলেন।

এসময় যথাযথ স্বাস্থ্যবিধি না মানায় ১৬ মামলায় ২০ জনকে ২৪শ টাকা জরিমানা করা হয়।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজাম উদ্দিন আহমেদ বলেন, করোনা ভাইরাস মহামারি আকারে যাতে ছড়িয়ে না পড়ে সরকারের নির্দেশনা মোতাবেক উখিয়ায় ‘সর্বাত্মক লকডাউন’ কার্যকরভাবে বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত সর্বাত্মকভাবে লকডাউন ব্যবস্থা কার্যকর রাখতে মাঠপর্যায়ে লকডাউন সর্বাত্মকভাবে কার্যকর করতে মাঠে তৎপর রয়েছি।’

আরও খবর