সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ফুটবলার আকিবের জন্য দোয়া কামনা

আবদুল্লাহ আল আজিজ •

উখিয়া উপজেলা ক্রীড়া সংস্থার তুখোড় খেলোয়াড় আজফার আকিব চৌধুরী মোটর সাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে কোটবাজার স্টেশনে টমটমের সাথে সংঘর্ষে গুরুতর আহত হন আকিব। পরে প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে প্রেরণ করেন।

আকিবের বড়ভাই সাবিত চৌধুরী জানান, চট্টগ্রাম সার্জিস্কোপ হাসপাতালে আকিবের হেড ফ্র্যাকচার এর অপারেশন চলছে।

তিনি আকিবের সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।

আরও খবর