উখিয়ায় কার্পেটিং সড়ক নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও দূর্নীতি!

গফুর মিয়া চৌধুরী, উখিয়া •

কক্সবাজারের উখিয়ায় এলজিইডি’র অর্থায়নে বাস্তবায়নাধীর্ণ সড়কটির চলমান কার্পেটিং কাজের গুনগতমান নিয়ে এলাকাবাসীর মধ্যে অসনতোষ দেখা দিয়েছে বলে জানা গেছে। প্রায় ২ কোটি ৫০ লক্ষ টাকার অধিক ব্যয়ে সড়কটির নিমার্ণ কাজ শেষ হচ্ছে। উখিয়ার রাজাপালং ইউনিয়নের পুর্ব দরগাহবিল হয়ে সড়কটি কুতুপালং গিয়ে শেষ হয়।

চট্রগ্রামের লিফা এন্টারপ্রাইজ সড়কটির ঠিকাদারী প্রতিষ্টান। উখিয়া উপজেলা স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপ- সহকারী প্রকৌশলী আমিনুল হক এ প্রকল্পের কাজটি দেখভালো করে আসছেন।

অভিযোগ উঠেছে, সড়কটির উন্নয়ন কাজ নিয়ে এলাকাবাসী আশায় বুকবাঁধলে ও কার্পেটিংয়ের কাজ নিম্নমানের হওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন।

স্হানীয় ইউপি সদস্য মো: ইকবাল বাহার এ প্রতিবেদককে জানান, ঠিকাদার ৩ বছর ধরে সড়কের কাজটি ফেলে রেখেছে। আবার রাস্তায় ধুনা দেওয়ার সময় ও অনিয়মের আশ্রয় নিচ্ছে। এভাবে একটা সড়কের কাজ চলতে পারে না।

সড়কের ব্যাপক অনিয়ম, দুনীর্তির বিষয়টি সরজমিন দেখার জন্য তিনি উপজেলা প্রকৌশলীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

আরও খবর