মহেশখালী প্রতিনিধি •
কক্সবাজারের মহেশখালীতে পুকুরে ডুবে মো. শাকের উল্লাহ (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হোয়ানক ইউনিয়নে একটি পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শাকের উল্লাহ হোয়ানকের রাজুরঘোনা এলাকার পানচাষি রশিদ মিয়ার ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, কিশোর শাকের উল্লাহ প্রতিদিনের মতো বাড়ির বাইরে খেলতে যায়। শেষ বিকালে ইফতারের সময়ও শাকের বাড়ি ফিরে না এলে স্বজনরা তাকে খুঁজতে থাকেন। একপর্যায়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজুরঘোনার পুকুরে তার মরদেহ ভাসতে দেখতে পান স্থানীয়রা।
পরে লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।
তবে ধারণা করা হচ্ছে, সাঁতার না জানার কারণে গোসল করা অবস্থায় পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।
স্থানীয় ইউপি মেম্বার আবু বক্কর জানান, কিশোর শাকের আগে থেকেই কিছুটা অসুস্থ ছিল।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-