অনলাইন ডেস্ক •
গোপালগঞ্জের কাশিয়ানী থানার এসআই রোকোনুজ্জামান (২৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। রোকোনুজ্জামান রাজবাড়ী জেলার পাংশা উপজেলার দিঘলহাট গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
মঙ্গলবার (১৩ এপ্রিল) ভোর রাতে থানা কোয়ার্টারের সিঁড়ির কাছে তাকে ঝুলে থাকতে দেখা যায়।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুর রহমান জানান, ভোর রাতে থানা কোয়ার্টারের সিঁড়ির কাছের রডের সাথে তাকে ঝুলে থাকতে দেখেন নুরুল আনোয়ার নামের অপর এক এসআই। এসময় তিনি নামাজ পড়তে ঘুম থেকে উঠে এ দৃশ্য দেখে সকলকে খবর দেন।
পরে রোকোনুজ্জামানকে ধরাধরি করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা তারা বুঝতে পারছেন না। তার স্বজনরা আসার পর লাশের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-