সংবাদ বিজ্ঞপ্তি •
উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁ বাজার নিবাসী প্রবীণ চিকিৎসক হাজ্বি জাগির হোসাইনের (প্রকাশ ডা. জাগির হোসাইন) -এর লো প্রেসার এবং অক্সিজেন ফ্লু কম থাকায় কক্সবাজার সদর হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন রয়েছেন।
তাঁর ছোট ছেলে নবী হোসাইন নীরব জানিয়েছেন, আমার আব্বুর হঠাৎ করে লো প্রেসার হওয়ায় চিকিৎসার জন্য কক্সবাজার ফুয়াদ আল খতিব হাসপাতালে ভর্তি করা হয়। এমতাবস্থায় ডা. উনাকে চেকআপ করে লো প্রেসার ও অক্সিজেন ফ্লু কম হওয়ায় ডাক্তারের পরামর্শে আইসিউতে নেওয়া হয়।
তার সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-