নিজস্ব প্রতিবেদক •
টেকনাফে বিজিবি’র অভিযানে ১৬৭ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।
রবিবার (১১ এপ্রিল) রাত সাগরে ৯টায় টেকনাফ শীলখালী চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।
সোমবার সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেছেন ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান।
তিনি জানান, টেকনাফ গোলচত্বর থেকে উখিয়া কোর্টবাজারগামী একটি সিএনজি চেকপোস্টে পৌঁছলে তল্লাশীর জন্য থামানো হয়। তল্লাশীকালীন ফাহিম শাহরিয়ার নামক যাত্রীর আচরণ সন্দেহজনক হলে তাকে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী করা হয়। এক পর্যায়ে তার আন্ডারওয়্যারের ভেতরে অভিনব পদ্ধতিতে ফিটিং অবস্থায় ৮০ গ্রাম পরিমাণ ইয়াবার ক্রিস্টাল মেথ আইস এবং ১০টি ইয়াবা উদ্ধার করা হয়।
পরবর্তীতে ব্যাটালিয়ন সদরে জিজ্ঞাসাবাদে সে জানায়, গোদারবিল এলাকা থেকে ইয়াবার আইস ক্রয় করেছে। এই তথ্যের ভিত্তিতে ১২ এপ্রিল বেলা দেড়টার দিকে মোঃ লাল মিয়ার বসতবাড়িতে তল্লাশী অভিযান পরিচালনা করা হয়।
সেখান থেকে আরও ৮৭ গ্রাম পরিমাণের ইয়াবার আইস উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ক্রিস্টাল মেথ আইসের পরিমাণ ১৬৭ গ্রাম। যার সিজারমূল্য ১৬ লক্ষ ৭০ হাজার টাকা।
আটক আসামিকে জব্দকৃত ক্রিস্টাল মেথ আইস এবং ইয়াবাসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-