স্বেচ্ছাসেবী সংগঠন “টিম এইট”র উদ্যোগে হতদরিদ্রের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

ইমরান আল মাহমুদ •


কক্সবাজারের উখিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন”টিম এইট” এর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে রমজানের ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

সোমবার(১২ এপ্রিল) বিকেলে রুমখাঁপালং এলাকায় অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ইফতারের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী (তেল, ছোলা, মুড়ি, খেজুর, পিয়াজ, চিনি) বিতরণ করা হয়।

এসময় টিম এইট’র আব্দুল্লাহ আল মামুন, হাসানুল বান্নাহ রায়হান,দরবেশ আলি,শাহিন আলম,ইমরান আল মাহমুদ, তাওহীদুল ইসলাম রাপী,সাইফুল ইসলাম,আলি আহমদ,আব্দুল আজিজ,রবিউল ইসলাম সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সংগঠনের সদস্যরা বলেন, এটি একটি অরাজনৈতিক সংগঠন। স্বেচ্ছায় মানুষের সেবার উদ্দেশ্যে আমরা ঐক্যবদ্ধ হয়ে মানবতার কাজে নিজেদের নিয়োজিত রাখতে চাই। কার্যক্রমের অংশ হিসেবে দ্বিতীয় ধাপে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে মানবতার কাজে সবার সহযোগিতায় নিজেদের নিয়োজিত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

এর আগে প্রথম কার্যক্রম হিসেবে রুমখাঁপালং ইসলামি আলিম মাদ্রাসা সংলগ্ন কোলালপাড়া জামে মসজিদের মুসল্লিদের মাঝে মাস্ক বিতরণ ও ওযুখানার জন্য স্যানিটাইজার ও সাবান বিতরণ করা হয়।

আরও খবর