নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজারের উখিয়ার বালুখালী একটি রোহিঙ্গা ক্যাম্পে আবারো আগুন লেগেছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আগুনে অন্তত আটটি বসতঘর পুড়ে গেছে। স্থানীয় ও রোহিঙ্গাদের সহায়তায় ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বেশি ক্ষয়ক্ষতি হয়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে, গত ২২ মার্চ উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে লাগা ভয়াবহ আগুনে নারী-শিশুসহ ১৫ জন নিহত ও আহত হয়েছেন প্রায় আড়াই হাজার। এছাড়া মাথা গোঁজার ঠাঁই হারিয়েছেন আরো কয়েক হাজার রোহিঙ্গা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-