প্রতিপক্ষের গুলিতে গৃহবধূ নিহত

পেকুয়া প্রতিনিধি •

কক্সবাজারের পেকুয়ায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে সেলিনা আক্তার নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। রবিবার (১১ এপ্রিল) রাত আড়াইটার দিকে উপজেলার বারবাকিয়া বোদামাঝির ঘোনা এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় আরও দু’জন আহত হয়েছেন। তারা হলেন কলেজছাত্র নাজমুর সাকিব ও সাইফুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করেছেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান। তিনি বলেন, রবিবার রাত আড়াইটার দিকে বোদামাঝির ঘোনা এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মামুন নামের এক যুবকের গুলিতে গৃহবধূ সেলিনা আক্তার নিহত হয়েছেন। এতে আরও দুইজন আহত হয়েছেন।

আরও খবর