পেকুয়া প্রতিনিধি •
কক্সবাজারের পেকুয়ায় যোগাযোগ রক্ষা না করায় প্রেমিক আজু মিয়ার ঘরে গিয়ে বিষপানে এক কিশোরী প্রেমিকা আত্মহত্যার চেষ্টা করেছেন।
রবিবার (১১ এপ্রিল) বেলা ১১টায় মগনামা ইউনিয়নের শরৎ এলাকার শফিউল আলমের বাড়িতে এ ঘটনা ঘটে।
আত্মহত্যার চেষ্টাকারী কিশোরী টৈটং ইউপির রমিজ পাড়ার বাসিন্দা ও টৈটং উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।
ওই ঘটনার পরপর স্থানীয়রা স্কুল ছাত্রীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পেকুয়ার নুর হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক মুজিবুর রহমান বিষপানে আত্মহত্যার চেষ্টাকারী কিশোরীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন।
কিশোরী স্কুল ছাত্রীকে হাসপাতালে নিয়ে আসা কয়েকজন লোক জানান, সকাল ১০ টার দিকে এক কিশোরী আজু মিয়ার বাড়িতে গিয়ে অবস্থান নেন। তখন কিশোরী স্থানীয় লোকজনকে বলেন, আজু মিয়ার সাথে তার প্রেমের সম্পর্ক রয়েছে। কিছুদিন আগে থেকে কোন কারণ ছাড়াই যোগাযোগ বন্ধ করে দেন আজু মিয়া। এতে টৈটং থেকে মগনামায় গিয়ে প্রেমিক আজু মিয়াকে খোঁজাখুঁজি করলে বাড়ির লোকজন তার ওপর ক্ষিপ্ত হয়ে রাগারাগি করেন। একপর্যায়ে আজু মিয়ার বাড়ির ওঠানে ওই প্রেমিকা বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালান।
এ ঘটনায় প্রেমিকার পরিবার কোন ধরণের বক্তব্য দিতে রাজি হননি।
পেকুয়া থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক মো. খাইর উদ্দিন ভুইঁয়া বলেন, আত্মহত্যার চেষ্টা সংক্রান্ত কোন তথ্য কেউ থানায় জানায়নি। কেউ লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-