রোহিঙ্গাদের রমরমা ইয়াবা কারবার: র‍্যাবের জালে ধরা পড়ছে মাদক কারবারিরা!

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •

রামু দক্ষিন মিঠাছড়ি এলাকায় অভিযান পরিচালনা করে দশ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫।

আটককৃত মাদক কারবারি কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের নজির আহমদের পুত্র মোহাম্মদ ইউসুফ (৪০)।

রবিবার (১১ এপ্রিল) বিকাল ৩ টার দিকে মিঠাছড়ি কাটির মাথা নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ আবদু সালাম চৌধুরী।

তথ্যসূত্রে জানা যায়, র‍্যাব ১৫ ‘র গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কতিপয় মাদককারবারী দক্ষিন মিঠাছড়ি কাটির মাথা নতুন বাজার সংলগ্ন আশরাফুল উলুম তাহফিজুল কোরআন মাদ্রাসা ও এতিম খানার রাস্তার মাথা এলাকায় ইয়াবা ক্রয় বিক্রয়ের উদ্দ্যেশে অবস্থান করেছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫র’ একটি চৌকষ অভিযানিক দল উপরোক্ত স্থানে পৌছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় আটক করা হয়। পরবর্তী স্বাক্ষীদের উপস্থিতে সম্মুখে তল্লাশী করে ১০ হাজার মরণনেশা ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে টেকনাফ সীমান্তপথ থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে সে।

গ্রেফতারকৃত আসামীকে আইনানুগ ব্যাবস্থা গ্রহণের নিমিত্তে রামু থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

আরও খবর