উখিয়ায় ইয়াবা ও নগদ টাকাসহ ধরা পড়লো মাদক ব্যবসায়ী মাহমুদুল

নিজস্ব প্রতিবেদক •

উখিয়ায় পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবা ও নগদ ২০ হাজার টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

আটক মাদক ব্যবসায়ী মাহমুদুল হলদিয়াপালং ইউনিয়নের রুমঁখা বড়বিল এলাকার ফরিদ আলমের ছেলে।

শনিবার (১০ এপ্রিল) বিকেল ৩টায় উখিয়া পুলিশের অফিসিয়াল ফেসবুক পেইজে এ তথ্যটি নিশ্চিত করেন।

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয় বলে জানিয়েছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সঞ্জুর মোর্শেদ।

আরও খবর