উখিয়ায় জালটাকা সহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক •

উখিয়ায় পুলিশের অভিযানে জাল টাকাসহ এক যুবক গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (০৯ এপ্রিল) দুপুর ২টার দিকে কোটবাজার মসজিদ রোড এলাকায় থেকে তাকে আটক করা হয়।

আটককৃত যুবক উখিয়ার পশ্চিমরত্না গ্রামের মৃত কবির আহমদের ছেলে রফিকুল ইসলাম (২৬)।

উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সঞ্জুর মোরশেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানা পুলিশের একটি দল কোটবাজার মসজিদ রোড এলাকায় অভিযান চালিয়ে ২৫ হাজার টাকার জাল নোটসহ এক যুবককে আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও খবর