চট্টগ্রাম •
চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট হক টাওয়ার আবাসিক হোটেলে অসামাজিক কাজে জড়িত ১৪ নারী পুরুষকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৯ এপ্রিল) বিকেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নগরী দেওয়ানহাট এলাকার হক টাওয়ার আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এ সময় অসামাজিক কাজে জড়িত ১৪ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৮ জন পুরুষ ও ৬ জন নারী।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসিন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, কিছু নারী পুরুষ ওই আবাসিক হোটেলে অসামাজিক কর্মকান্ড চালাচ্ছে এমন অভিযোগ থাকায় অভিযান চালানো হয়। এতে ৬ নারী ৮ পুরুষসহ মোট ১৪ জনকে আটক করা হয়েছে। এদেরকে আগামীকাল শনিবার আদালতে হাজির করা হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-