টেকনাফ প্রতিনিধি •
কক্সবাজারের টেকনাফ থানার মৌলভীপাড়া এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৫।
আটক মাদক কারবারি মো. আলমগীর (২২) টেকনাফের মৌলভীপাড়া এলাকার সুলতান আহমদের ছেলে।
শুক্রবার (৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় তাকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ সহকারী পরিচালক (মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য বেচাকেনার সময় টেকনাফ মৌলভীপাড়া এলাকায় অভিযান মো. আলমগীর নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তার হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ১৯ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-