পালিয়েও শেষ রক্ষা হলোনা: ২০ হাজার ইয়াবাসহ ধরা পড়লো টেকনাফের আলমগীর

টেকনাফ প্রতিনিধি •

কক্সবাজারের টেকনাফ থানার মৌলভীপাড়া এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৫।

আটক মাদক কারবারি মো. আলমগীর (২২) টেকনাফের মৌলভীপাড়া এলাকার সুলতান আহমদের ছেলে।

শুক্রবার (৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় তাকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ সহকারী পরিচালক (মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য বেচাকেনার সময় টেকনাফ মৌলভীপাড়া এলাকায় অভিযান মো. আলমগীর নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তার হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ১৯ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর