অনলাইন ডেস্ক: রাজধানীর হাতিরঝিলে চাঁদাবাজির অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার দুপুরে হাতিরঝিল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, অপহরণ করে চাঁদা নেওয়ার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার চার জনের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা হয়েছে।
এ প্রসঙ্গে র্যাবের পরিচালক (ডিরেক্টর অ্যান্ড মিডিয়া উইং) কমান্ডার খন্দকার আল মইন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ঘটনাটা আমরা শুনেছি। প্রাথমিকভাবে ধারণা করছি তারা র্যাব সদস্য। খোঁজখবর নেওয়া হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেব।’- ডেইলি স্টার
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-